কাজিপুরে ঝুঁটের গোডাউনে আগুন

0
212

আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর
উপজেলার শিমুলদাইড় দও পাড়া বাজার এলাকার একটি বাড়ির ঝুঁট
কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়
গোডাউনে থাকা প্রায় ৪ লক্ষ টাকার ঝুঁট কাপড় পুড়ে গেছে
বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা
এগারোটায় দও পাড়ার আব্দুর রশিদের বাড়িতে থাকা একটি ঝুঁট
কম্বলের গোডাউনে আগুন লাগে। এসময় সেখানে কেউ ছিলো না।
ধোঁয়া চালের উপর দিয়ে বের হলে স্থানীয়রা ছুটে এসে আগুন
নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে কাজিপুর ফায়ার
সার্ভিসের একটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
আনে।
কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হোসেন
জানান, ‘ঝুঁট কম্বল রাখা ওই ঘরে মাটির চুলা থেকে আগুনের
সূত্রপাত হয় বলে জানতে পেরেছি।’

LEAVE A REPLY