কাউখালীতে হারানো মাকে খুঁজে পেয়ে বাড়ি নিয়ে গেলেন ছেলে

0
237

পিরোজপুর প্রতিনিধিঃ

কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাটে ২০দিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা বাকেরগঞ্জ থেকে পথ ভুলে আসা মা রিতা বেগমকে (৬০) খুঁজে পেয়ে ছেলে ইমন হোসেন বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন মাকে।

জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার কাঠালিয়া গ্রামের মোঃ জাকির হোসেন হাওলাদারের স্ত্রী রিতা বেগম গত ৯ নভেম্বর বাড়ি থেকে কাউকে না জানিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ে সেই থেকে আর পরিবারের সদস্যরা খুঁজে পায়নি।

গত রবিবার রাতে কাউখালীর সমাজ সেবক আব্দুল লতিফ খসরু শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরনের সময় আমরাজুড়ি ফেরিঘাটে আমিনুলের দোকানের সামনে তাকে শীতে কাঁপতে দেখে শীতের পোশাক প্রদান করেন।

এরপর তার ছবি সামাজিক যোগাযোগে পোষ্ট দিলে ছেলে ইমন পেয়ে তার সাথে যোগাযোগ করে গত রবিবার রাতেই বাকেরগঞ্জ থেকে কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট ছুটে আসে। এসময় মাকে পেয়ে মা ছেলে আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং হাসি মুখে মাকে বাড়িতে ফিরিয়েে নিয়ে যায়।

ছেলে ইমন হোসেন জানায় পিতা দ্বিতীয় বিবাহ করার পর মা মানষিকভাবে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ে। রিতা বেগমের গর্ভে জন্ম নেওয়া দুই ছেলে এক মেয়ে রয়েছে।

LEAVE A REPLY