গোপালগঞ্জ থেকে মিজানুর রহমান মানিক:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে গোপালগঞ্জে কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।
রবিবার বিকেল ৪ টায় স্থানীয় শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে আনন্দ উদযাপন করেন আগত অতিথিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন পিবিআইর পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর-মেয়র কাজী লিয়াকত আলী লেকু, উপজেলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সানোয়ার হোসেন, সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম, প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় সদর থানার ২১ ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন।