আনোয়ারায় আগুণে ক্ষতিগ্রস্তদের প্রজন্ম ফাউন্ডেশনের সহয়তা

0
233

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সহয়তা তুলে দিয়েছেন স্থানীয় সামাজিক সংগঠন প্রজন্ম ফাউন্ডেশন। রবিবার দুপুরে উপজেলার গুন্দ্বীপ এলাকার আশকর আলী মাঝির বাড়ীর মৃত মাবু আলীর পুত্র ক্ষতিগ্রস্ত খাইর মোহাম্মদ ও নুর হোসেন পল্লীকে আসবাপত্র, খাদ্য সামগ্রীছাড়াও শাড়ি লুঙ্গি প্রদান করেন এ সংগঠনের নেতৃবৃন্দরা। এসময়ে এডমিন ওমরান আনোয়ার, মাহমুদে আলা এলান, প্রকৌশলী ইমিতিয়াজ হোসেন, ফেরদৌস রহমান, সদস্য এম.এ শাহাবুদ্দিন, আরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম, জিয়াফ, গিয়াস উদ্দিন, মোহাম্মদ মনির উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY