আনিসুর রহমান খান’র কবিতা।

0
119

ভালোবাসার এপিক

 

তোমাকে দেখলেই সমুহ কষ্ট দিনের সব ক্লান্তি
কোথায় যেন লীন হয়ে যায়
কপোতির সোহাগী ঠোঁটের মতো ঠোঁটে –
কখনও দু ‘একটা বাক্য ছুঁড়ে দাও পৃথিবীর দিকে।
সেই বাক্যস্হিত শব্দমালা কুড়াতে কুড়াতে হয়ে যায়
গান, কবিতা আর গল্পের পাণ্ডুলিপি।
এই সুন্দর সাবলীল আকাশের নিচে দু ‘জন দাঁড়িয়ে ;
তোমার অতলান্ত দৃষ্টির দিকে চেয়ে থাকি
স্নাত হই প্রকৃতির ফুরফুরে বাতাসে।
তোমার চোখে চোখ পড়তেই –
দেখতে পাই জ্যোতিময় নতুন এক পথ
ও পথ শুধু আমার, একান্ত আমার ;
ও পথেই আমার সমস্ত ধ্যান জ্ঞান লুপ্ত হতে থাকে
ক্রমশ বিলীন হতে থাকি তোমার ভেতর।
দীপান্বিতা, আমার এ অসমাপ্ত জীবন বারান্দায় –
চৈত্রের লুটোপুটি, বাতাস উড়ায় ধূলো
একটু জল পেলে সজীব সবুজ হবে
আমার বাগান।
(কাব্য গ্রন্থ :অনুতাপের মায়াবী আগুন)

LEAVE A REPLY