অমল বিশ্বাস’র কবিতা।

0
205

একগ্লাস তৃষ্ণার জল

 

চিনতে পারছিনে,
এই ভোরে চোখেচোখে ডাকলো কে!

দরোজায় এখনো ঝুলছে রাত
উঠোনে হয়তোবা দেবলিনার মুখ,
বুকে ঠোঁকরায় সারসীর ঠোঁট।
লালটিপের লজ্জায় দোল খায়
চন্দ্রিমার মুগ্ধ করা ওষ্ঠের ছাপ,
লজ্জা পায় আকাশের নীল।

তাকে পাচ্ছিনে,
এই ভোরে ভুল ভেবে ডাকলো কে!

কুমার খরস্রোতে কার স্বচ্ছচোখ
কামনার মায়াবী সঙ্গীত,
কার চোখে আচমকা বৃষ্টির ছাঁচ।
দেবলিনা আমার অচেনা সুন্দরী
পূর্ণবাসরে একগ্লাস তৃষ্ণার জল,
খোলাবুকে স্বাগতিক চুম্বন।

কণ্ঠ মিলছেনা,
এই ভোরে স্বপ্নঘোরে ডাকলো কে!

LEAVE A REPLY