অমর্ত্য বিশ্বাস’র কবিতা।

0
87

চরিত্রহীন

 

আমাকে তোমারা পাথর করে দিও ,
পানের পিকে দাগ লাগিও শেষে

দায়িত্ববোধের একটুকরো ঘামে

ভিজিয়ে রেখেছি পেন্ডুলামের
গতি

মশারি ঘরে পিপীলিকা উৎপাত…

প্রেমিক হওয়ার আগেই
ভদ্র হওয়ার পোশাক খুলিয়ে রেখে
নগ্ন করেছে ভালোবাসার বুক ।

তখন আমি চলতি বারোমাস…

সভ্যতাকে ঘুম পাড়াব বলে
বন্দী ফ্রেমে নীল দুনিয়া খুঁজি

কখনো যদি সুযোগ এসে যায়
মদের নেশায় জুয়ার অঙ্ক কষে
পেতেও পারি আলাদিনের জিন ।

স্বপ্নে দেখেছি একলা হওয়ার সুখ ,
জাগিয়ে রাখা দাম্পত্যের রাত ,

এখন আমি চলতি গালাগালি !

হাঁচোড় দেওয়া পিঠের ওপর থেকে
ঠেকিয়ে রাখা দেওয়াল
সরিয়ে রাখি…

LEAVE A REPLY